শিরোনাম
সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা বিতর্ক নিরসনে যাচাই কমিটি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক নিরসন ও তালিকায় থাকা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে নতুন কমিটি হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১২ জানুয়ারি নতুন কমিটি গঠনের নির্দেশনা জারি করেছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে এর আগের সব কমিটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার এমপি মুক্তিযোদ্ধা হলে তিনি নিজে এই কমিটির সভাপতি হবেন। যেসব এলাকায় মুক্তিযোদ্ধা এমপি নেই সেখানে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক   মন্ত্রণালয় মনোনীত করবে। কোনো উপজেলার এমপি মুক্তিযোদ্ধা না হলে তার মনোনীত একজন মুক্তিযোদ্ধাকে কমিটির সদস্য করা হবে। তবে এমপি মনোনীত প্রতিনিধিকে কমিটির সভাপতি করা হলে ওই এমপি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া এমপি এবং তার মনোনীত প্রতিনিধির বাইরে উপজেলা পর্যায়ের কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বা তার মনোনীত একজন মুক্তিযোদ্ধা প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বা প্রতিনিধি কমিটির সদস্য হিসেবে থাকবেন। কমিটির সদসয সচিব হবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জেলা/মহানগর কমিটির সভাপতি নির্বাচনেও একই বিধান রাখা হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের আওতাধীন কোনো মুক্তিযোদ্ধা/ প্রতিনিধি এসব কমিটির সদস্য হতে পারবেন না। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হবেন। কমিটিগুলোকে ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা- ২০১৬’ অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রতিবেদন পাঠাতে হবে।

সর্বশেষ খবর