মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ

খেলাফত মজলিসের পাঁচ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে আইন প্রণয়নসহ পাঁচদফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল বিকালে সংগঠনের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে চলমান সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাবনা দেন।

খেলাফত মজলিসের প্রস্তাবনায়—নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি সুস্পষ্ট বিধিমালা ও আইন প্রণয়ন, পৃথক সচিবালয় তৈরি, সব নিবন্ধিত দলের প্রস্তাবনা বিশ্লেষণ করে অধিকাংশ দলের ঐকমত্যের ভিত্তিতে ইসি পুনর্গঠন, সর্বজন শ্রদ্ধেয় এবং কর্মক্ষম যিনি বিতর্কিত  নন এমন একজন সাবেক প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক কোনো বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য সৎ নিষ্ঠাবান নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন, এ কমিটিতে একজন যোগ্য ও বিশিষ্ট আলেমকে সদস্য রাখার কথা বলা হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা বদিউজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক।

সর্বশেষ খবর