মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নোয়াবের সেমিনারে বক্তারা

সাংবাদিকতার চ্যালেঞ্জ সঠিক তথ্য বাছাই

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্বায়ন ও প্রযুক্তির এই যুগে নানা চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতা পেশা। ইন্টারনেটের বদৌলতে প্রতিটি ঘটনাই মুহূর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। কিন্তু ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম এত বেশি সহজলভ্য যে, বিশ্বের যে কোনো ঘটনা সংবাদমাধ্যমে আসার আগেই চলে আসছে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে।

উদ্বেগের বিষয়, এসব সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে যেসব ঘটনা শেয়ার হয় সেগুলোর অধিকাংশেরই সত্যতা খুব কম থাকে। এসব তথ্য যাচাই-বাছাই করাই ভবিষ্যৎ সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ। তারা আরও বলেন, ইলেকট্রনিক মিডিয়ার যুগে প্রিন্ট মিডিয়ার চাহিদা সাময়িকভাবে কমে আসছে। তবে প্রিন্ট মিডিয়ার চাহিদা কখনই ফুরোবে না। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসন। বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল। সেমিনারে অংশ নিয়ে মতামত তুলে ধরেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম ওমর ফারুক, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন। আরও উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ডিইউজে একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, প্রথম আলোর কনসাল্টিং এডিটর কামাল আহমেদ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ আবদুস সালাম, সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ সিনিয়র সাংবাদিকরা।

সর্বশেষ খবর