মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

আট ধনীর কাছে পৃথিবীর অর্ধেক সম্পদ

প্রতিদিন ডেস্ক

২০১৬ সালে অতীতের যে কোনো সময়ের চেয়ে বিশ্বজুড়ে সম্পদগত বৈষম্য বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সহায়তা সংস্থা অক্সফাম প্রকাশিত এক সমীক্ষা বলছে, পৃথিবীতে বর্তমানে ধনী-গরিবের মধ্যে পার্থক্য বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। বিশ্বের ধনী-গরিবের সম্পদের ব্যবধান যা ‘আশঙ্কা করা হয়েছিল তারচেয়ে অনেক বেশি’। বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের অর্ধেক, ৩৬০ কোটি মানুষের সমান সম্পদ আছে বিশ্বের আট শীর্ষ ধনীর। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ধনী-গরিবের সম্পদের ব্যবধান যা ‘আশঙ্কা করা হয়েছিল তারচেয়ে অনেক বেশি’। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভা শুরুর সময় প্রতিবেদনটি প্রকাশ করল অক্সফাম। বিশ্বের শীর্ষ আট ধনীর মোট সম্পদের পরিমাণ ৪২৬ দশমিক দুই বিলিয়ন ডলার। এই পরিমাণটি বিশ্বের দরিদ্রতম মানুষের মোট সংখ্যার অর্ধেকের (৩৬০ কোটি) যে পরিমাণ সম্পদ আছে তার সমান। সংস্থার প্রধান নির্বাহী মার্ক গোল্ডিং বলেছেন, ‘যেখানে বিশ্বের প্রতি ৯ জনের মধ্যে ১ জনের খালি পেটে ঘুমাতে যেতে হয়, সেখানে গুটিকয় লোকের হাতে এত সম্পদ রয়েছে যে তারা কয়েক প্রজন্ম ভোগ করেও তা শেষ করতে পারবে না।’ সংস্থাটি জানিয়েছে, নতুন পাওয়া তথ্যগুলো যদি আগে পাওয়া যেত তাহলে দেখানো যেত গত বছর বিশ্বের দরিদ্রতম জনসংখ্যার অর্ধেক, ৩৬০ কোটি মানুষের সমান সম্পদ ছিল শীর্ষ নয় ধনীর। যথেষ্ট তথ্য না থাকার কারণে শীর্ষ নয় ধনীর পরিবর্তে ৬২ জন শীর্ষ ধনীর সম্পদের কথা গত বারের প্রতিবেদনে বলা হয়েছিল। এবারের প্রতিবেদনে বলা হয়েছে, যখন অনেক শ্রমজীবী সীমাবদ্ধ আয়ের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছেন, তখন অতি ধনীদের সম্পদের পরিমাণ ২০০৯ সাল থেকে গড়ে ১১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এবার মার্কিন সাময়িকী ফোর্বসের ২০১৬ সালের ধনীর তালিকা ব্যবহার করে গবেষণা করেছে অক্সফাম। ফোর্বসের তালিকা অনুযায়ী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পৃথিবীর শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার। তালিকার পরের অবস্থানগুলো হলো স্প্যানিশ ব্যবসায়ী অ্যামানসিও ওর্তেগা (৬৭ বিলিয়ন ডলার), মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট (৬০.৮ বিলিয়ন ডলার), মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম (৫০ বিলিয়ন ডলার), ই-কমার্স ওয়েবসাইট আমাজনের প্রধান জেফ বেজস (৪৫.২ বিলিয়ন ডলার), ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (৪৪.৬ বিলিয়ন ডলার), সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন (৪৩.৬ বিলিয়ন ডলার) ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ (৪০ বিলিয়ন ডলার)। এএফপি

সর্বশেষ খবর