বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতাসহ দুজনের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চিংড়ি ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা আজম খান কমার্স কলেজের ছাত্র ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুরাদ ও বিপ্লব নামে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের আমতলা বিলের একটি ঘের থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে কলারোয়া উপজেলার ঝাপাঘাটা বিল থেকে শান্তিরাম বিশ্বাস (৫০) নামের এক সেলুন দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা  জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে বিভিন্ন জায়গায় ফোন করে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ ঘেরে ফেলে রাখা হয়। এ ঘটনায় মুরাদ ও বিপ্লব নামে তার দুই বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার ঝাপাঘাটা বিল থেকে শান্তিরাম বিশ্বাস (৫০) নামের এক সেলুন দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের ননীগোপালের ছেলে। শান্তিরাম বিশ্বাস সোমবার রাত ৯টার দিকে সেলুন বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে এলাকাবাসী ঝাপাঘাটা বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তা উদ্ধার করে পুলিশ। নিহতের মুখে বিষের গন্ধ লেগে ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, দুর্বৃত্তরা হত্যার পর তার মুখে বিষ ঢেলে দিতে পারে। কলারোয়া থানার ওসি জানিয়েছেন, শান্তিরাম বিশ্বাসের সুদের কারবার ছিল। এ সংক্রান্ত বিরোধের কারণে হয়তো এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

সর্বশেষ খবর