বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মামলা নেই, গ্রেফতারও হয়নি কেউই

জলমহালে সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলাও হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। তবে পুলিশের দাবি, তারা জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

গত মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া নদী জলমহালের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে উপজেলা যুবলীগ নেতা ইকরার হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক মিয়ার লোকজনের মধ্যে  বন্দুকযুদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইকরার পক্ষের তিনজন নিহত হন। তাদের মধ্যে গতকাল শাহারুল ও উজ্জ্বলের ময়নাতদন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তাজুলের ময়নাতদন্ত সুনামগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে  লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, নিহত তাজুলের দেহে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিকে তিন খুনের ঘটনার পর গ্রেফতার আতঙ্কে জলমহালের আশপাশের গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশ বলেছে, ‘ভয় নেই, নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না’।

সর্বশেষ খবর