বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মারপিটে যুবক নিহত, আটক ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারপিটের সময় আবদুল আজিজ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল দুপুরে পূর্ব তেজকুনীপাড়ার খেলাঘর মাঠে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষের পাঁচজনকে আটক করে। জানা গেছে, নিহতের বাবার নাম বাশির আলী এবং মায়ের নাম সুরভী বেগম। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তেজগাঁও রেলওয়ে স্টেশনের পেছনে একটি ওয়ার্কসপে কাজ করত আজিজ। সে তার বাবা-মার সঙ্গে পূর্ব তেজকুনীপাড়া রেলওয়ে কলোনিতে থাকত। আজিজের বন্ধু জসিম জানায়, বেলা আড়াইটার দিকে সুমন, রনিসহ বেশ কয়েকজন মিলে খেলাঘর মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় আজিজ মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। স্থানীয় সাইমন, মনির ও জুয়েলসহ আরও কয়েকজন তাদের খেলা দেখছিল। এ সময় এলাকার ছোট ভাই মাফিজুল মনিরকে বলে, ‘আয়, তুই আর আমি কুস্তিগিরি করি। দেখি কে জিতে?’ দুজনের কুস্তিগিরি দেখে তারা ভাবছিলেন মারামারি বেধেছে। তাই তারা খেলা বন্ধ করে তাদের ছাড়াতে আসে। এ সময় পাশে থাকা মনিরের বন্ধু সাইমন তার কোমর থেকে চাকু বের করে। এ নিয়ে মারপিটের এক পর্যায়ে সাইমনের হাত কেটে যায়। পরে সে চাকু দিয়ে মাথায় আঘাত করলে আজিজ মাটিতে পড়ে যায়। পরে অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা  মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও থানার এসআই দিদার হোসেন বলেন, কিশোরদের মারামারিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এতে দুই গ্রুপের পাঁচজনকে আটক করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর