বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কুড়িলে গার্মেন্ট শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িলে অর্জিত ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ইউরো জোন ফ্যাশনস নামে একটি গার্মেন্টের শ্রমিকরা। গতকাল দুপুরে তারা গার্মেন্টের সামনে অবস্থান নেন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে কারখানার মাঠে গিয়ে অবস্থান নেন।

বিক্ষোভকারী কয়েকজন শ্রমিক জানান, ‘আমাদের বার্ষিক ১৮ দিনের অর্জিত ছুটির টাকা এক মাসের বেতনের অর্ধেকেরও বেশি। অধিকাংশ গার্মেন্টে এ টাকা পরিশোধ করা হলেও আমাদের দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ বার বার সময় দিয়ে কালক্ষেপণ করছে। এজন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ গতকাল ওই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে দুপুরে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে তারা কুইন মেরি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এদিকে বিক্ষোভের কারণে কুড়িল ফ্লাইওভার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে শ্রমিকরা সরে গেলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন বলেন, শ্রমিকদের বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা বছরে ১৮ দিনের অর্জিত ছুটির টাকা পেতেন। ওই টাকার জন্যই আন্দোলন করেছেন। পরে কর্তৃপক্ষ ২৮ জানুয়ারি শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলে তারা শান্ত হন।

সর্বশেষ খবর