বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হোশি কোনিও হত্যা মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল সকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মামলার প্রথম বাদী কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থল সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল হক সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।

পরে আদালত আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি তিন দিন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করে। এ তিন দিন পাঁচজন করে মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু জানিয়েছেন। ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সি জাপানি নাগরিক হোশি কোনিও। এ হত্যা মামলায় গত বছর ১০ জুলাই জেএমবির ৮ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে সাক্ষ্য গ্রহণের সময় জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়। পলাতক তিন আসামির মধ্যে সাদ্দাম হোসেন ওরফে রাহুল ৫ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে হাসান গত বছর ২ আগস্ট ভোরে রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। অপর আসামি আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব পলাতক।

সর্বশেষ খবর