বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

মিতু হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুনে ব্যবহূত অস্ত্র মামলার  সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে অস্ত্র মামলার বাদী ও সিএমপির অতিরিক্ত কমিশনার কামরুজ্জামানের সাক্ষ্য নেওয়া হয়। কামরুজ্জামান বলেন, গতকাল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলেও সময়স্বল্পতার কারণে পুরো জবানবন্দি নেওয়া হয়নি। ২২ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ গ্রহণের দিন ধার্য করেছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, অসমাপ্ত জবানবন্দিতে কামরুজ্জামান মিতু হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে জবানবন্দি দেন। তিনি আদালতকে জানান, পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় ভোলাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যমতে বাকলিয়ার রাজাখালী থেকে দুটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় মনিরকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

সর্বশেষ খবর