বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

নিউইয়র্ক ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে (বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা) এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি মিজানুর রহমান (৩৩) আড়াই বছর আগে স্টুডেন্ট ভিসায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যান। সেখানে একটি দোকানে কর্মরত ছিলেন তিনি। মিজানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়ায়। তার বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আবদুর রফিক। মা সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আবদুর রফিক জানান, মঙ্গলবার রাতে তারা ছেলের মৃত্যুর খবর পান। প্রবাসী তুহিন জানান, লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকাসংলগ্ন ভারমন্ট স্ট্রিট ও লস ফেলিজের কাছে শেভরন গ্যাস স্টেশনে কাজ করতেন মিজানুর রহমান। মঙ্গলবার ভোর ৪টার দিকে এক কৃষ্ণাঙ্গ যুবক দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে নগদ অর্থ হাতিয়ে নেন। মিজান স্বেচ্ছায় সব অর্থ দিয়ে দিলেও কৃষ্ণাঙ্গ যুবকটি চলে যাওয়ার সময় তাকে উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়।

 মিজানের মৃত্যুর খবরে লস অ্যাঞ্জেলেসে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাশ দেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন প্রবাসীরা।

সর্বশেষ খবর