শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
তিন খুনের ঘটনা

দিরাইয়ে সুরঞ্জিত সমর্থক তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া এবং বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে আসা উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল দুপুরে উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা একরার হোসেন বাদী হয়ে দিরাই থানায় এ মামলাটি দায়ের করেন। বিকালে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান, ৩৯ জনের বিরুদ্ধে দায়ের করা এজাহারটি এফআইআরভুক্ত করা হয়েছে। আসামিদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তপূর্বক আদালতে চার্জশিট দাখিল করা হবে।  স্থানীয় সূত্র জানায়, মামলার প্রধান তিন আসামি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের আস্থাভাজন ও সমর্থক হিসেবে পরিচিত। আর মামলার বাদী যুবলীগ নেতা একরার হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ মতিউর রহমানের সমর্থক। মামলার এজাহারে একরার হোসেন দাবি করেন, বন্দুকযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতা পৌর মেয়র মোশাররফ, প্রদীপ রায় এবং উপজেলা চেয়ারম্যান হাফিজুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। তবে এই তিনজন ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা বরাবরের মতোই অস্বীকার করেছেন।  প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুরঞ্জিত ও মতিউর সমর্থকদের একটি বড় অংশ জেলার রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া নদী জলমহাল দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা একরার হোসেন পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও অন্তত পাঁচজন।  দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, একরার হোসেন গতকাল দুপুরে ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলার এজাহার থানায় জমা দিয়েছেন। তিনি আরও জানান, একই ঘটনায় ধনঞ্জয় দাস বাদী হয়ে আরও ২৯ জনকে আসামি করে থানায় লুটপাটের অপর একটি মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর