শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টেন্ডার শিডিউল ছিনতাইয়ের দায়ে যুবলীগ নেতা আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিকাদারি কাজের দরপত্র খোলার পর একটি শিডিউল ছিনতাই করেছেন এক যুবলীগ নেতা। অভিযুক্তের নাম জাহিদ হোসেন (৪৮)। তিনি কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তবে পুলিশের চাপের মুখে তিনি ৪০ মিনিট পর ছিনতাই করা শিডিউলটি ফেরত দেন। এ ঘটনায় ওই যুবলীগ নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয় থেকে এ শিডিউল ছিনতাই করা হয়।

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. নূরুজ্জামান প্রামাণিক জানান, তার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ও কম্পিউটারের যন্ত্রাংশ কেনার জন্য চলতি মাসের ১ তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করে। বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল বেলা ১২টা পর্যন্ত দরপত্র জমা দান ও বেলা সাড়ে ১২টায় দরপত্র খোলার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইনস্টিটিউটে পুলিশও মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে দরপত্রে অংশ নেওয়া ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধির সামনে দরপত্র বাক্স খুলে শিডিউলগুলো অধ্যক্ষের টেবিলে নেওয়া হয়। এ সময় যুবলীগ নেতা জাহিদ হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা একটি শিডিউল ছিনতাই করে। খবর পেয়ে সেখানে থাকা পুলিশ জাহিদ হোসেনকে আটক করে। তবে তার আগেই জাহিদের সহযোগীরা শিডিউলটি নিয়ে পালিয়ে যায়। পুলিশের চাপাচাপির মুখে দুপুর ১টা ২০ মিনিটে ইনস্টিটিউট সংলগ্ন একটি দোকানে ছিনতাই করা শিডিউলটি রেখে গেলে পুলিশ তা উদ্ধার করে। পরে পুলিশ আটক যুবলীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে আদালত ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, ইনস্টিটিউটে অধ্যক্ষের কার্যালয়ের বাইরে পুলিশ ছিল। একটি শিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটলেও তাত্ক্ষণিক সেটা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজাও দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর