শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামের আদালতে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

মানব পাচার আইনের মামলায় গ্রেফতার এক আইনজীবী ও তার স্ত্রীর জামিন না পেয়ে চট্টগ্রামের হাকিম আদালতে আইনজীবীদের ভাঙচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন      হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ ও চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুসেইন মো. রেজা। তদন্ত শেষে ওই কমিটি দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন হাই কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য  মো. সাব্বির ফয়েজ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া আসামিদের জামিন নামঞ্জুর করলে বিক্ষোভে নামেন আইনজীবীরা। এ সময় তারা বিচারকের এজলাস এবং খাস কামরার জানালা ভাঙচুর করেন। এ অবস্থার একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শুনানির পর মহানগর হাকিম মাসুদ পারভেজ আসামিদের জামিন মঞ্জুর করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর