শিরোনাম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাত খুনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ রবিবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার পূর্ণাঙ্গ রায় আগামী রবিবার প্রকাশ করবেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। এরপর রায়ের আদেশের নকল বাদীপক্ষ ও আসামিসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। গতকাল বিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানান। ওয়াজেদ আলী বলেন, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক উপ-অধিনায়ক মেজর (অব.) আরিফ হোসেন ও সাবেক ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার (অব.) এম এম রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ২২ জানুয়ারি সকালে একই আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আদালতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবেন। এরপর রায়ের আদেশের নকল বাদীপক্ষ ও আসামিসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর