শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জব্দ গাড়ি ফেরত নিতে এলেন মিসরের সাবেক রাষ্ট্রদূত

প্রতিদিন ডেস্ক

শুল্ক গোয়েন্দাদের জব্দ করা গাড়িটি ফেরত নিতে ঢাকায় ফিরে এসেছেন বাংলাদেশে মিসরের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত। বিদেশি কূটনীতিক হিসেবে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি শুল্ককর পরিশোধ ছাড়া হস্তান্তরিত হয়েছে দাবি করে রবিবার ঢাকার বারিধারার একটি বাড়ি থেকে রেঞ্জ রোভার জিপটি জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা পরিদফতর। মাহমুদ ইজ্জত ঢাকায় ফিরে গতকাল বলেন, গাড়ি জব্দের খবর শুনে তিনি ছুটে এসেছেন। ঢাকায় কর্মরত থাকাকালে ২০১৬ সালে এ গাড়িটি এনেছিলেন তিনি। খবর বিডিনিউজের। গত বছরের জুনে তিনি যাওয়ার সময় এটি শুল্ককর পরিশোধ ছাড়াই অবৈধভাবে হস্তান্তর করেছিলেন বলে জব্দের পর জানিয়েছিলেন শুল্ক গোয়েন্দা পরিদফতরের মহাপরিচালক মইনুল খান। শুল্ককরসহ প্রায় ৬ কোটি টাকা দামের গাড়িটি ইন্ট্রাকো গ্রুপ ও হোটেল আগ্রাবাদের ব?্যবস্থাপনা পরিচালক হুদা আলী সেলিমের বাড়ি থেকে জব্দ করেছিলেন শুল্ক গোয়েন্দারা। মাহমুদ ইজ্জত বলেন, ‘তড়িঘড়ি যাওয়ার কারণে গাড়িটি নিয়ে যেতে পারিনি। এটি আমি আমার এক বন্ধুর কাছে রেখে গিয়েছিলাম। তার স্ত্রী আমার কাজিন।’ যাবতীয় প্রক্রিয়া শেষে গাড়িটি মিসরে ফেরত নেবেন বলে জানান এই কূটনীতিক। কূটনীতিকরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে ব্যবহার করে বাংলাদেশ ছাড়ার সময় সেই গাড়ি কী করতে হয়— জানতে চাইলে মইনুল খান বলেছিলেন, আইন হচ্ছে, কোনো কূটনীতিক শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে ব্যবহারের পর দেশত্যাগের সময় অবশ্যই সেই গাড়ির বিষয়ে কাস্টমসকে অবহিত করতে হবে। যদি তিনি সেই গাড়ি বিক্রি করতে চান তাহলে যে শুল্ক সুবিধা পেয়েছিলেন, তা পরিশোধ করে তারপর বিক্রি করতে হবে।

শুল্কমুক্ত কোটায় এনে হস্তান্তরিত বিভিন্ন গাড়ি ধরতে অভিযানে রয়েছেন শুল্ক গোয়েন্দারা। সম্প্রতি ঢাকায় ইউএনডিপির সাবেক আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনারের একটি গাড়িও আটক করেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর