শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

জুমায় লাখো মুসল্লি, কাল আখেরি মোনাজাত

মোস্তফা কাজল, খায়রুল ইসলাম ও আফজাল টঙ্গী থেকে

জুমায় লাখো মুসল্লি, কাল আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল জুমার নামাজে মুসল্লির ঢল —বাংলাদেশ প্রতিদিন

ধর্মীয় উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে টঙ্গীর তুরাগ নদের তীরে গতকাল বাদ-ফজর শুরু হয়েছে ৫২তম বিশ্ব ইজতেমার তিন দিনের দ্বিতীয় পর্ব। এ দিনের জুমার জামাতে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। দিল্লির মাওলানা মোহাম্মদ শামীমের আম-বয়ানের মধ্য দিয়ে ইজতেমার এ পর্ব শুরু হয়। আম-বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে গতকাল অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম জুমার জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মুসল্লি জামাতে শরিক হন। অনেকে নৌপথসহ বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে শরিক হন। জুমার জামাতে ইমামতি করেন দিল্লি জামে মসজিদের খতিব মাওলানা সা’দ কান্ধলভি। এতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ অনেকে। অনুকূল আবহাওয়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় ইজতেমায় আগত মুসল্লিরা এদিন স্বাচ্ছন্দ্যে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের বয়ান শুনেছেন এবং এবাদত বন্দেগিতে মশগুল থেকেছেন। আজ ইজতেমার দ্বিতীয় দিন। এদিন বাদ-আসর আখেরাত ও আমল নিয়ে আলোচনা হবে। আগামীকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, দ্বিতীয় পর্বের ইজতেমা উপলক্ষে ১৬ জেলার মুসল্লিরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। এ পর্বেও মুসল্লিদের জন্য ২৬টি খিত্তা নির্ধারণ করা হয়েছে। ইজতেমা ময়দানে জেলাওয়ারি খিত্তায় মুসল্লিরা অবস্থান নেন। এরই মধ্যে সৌদি আরব, ভারত, ইরাক, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার মুসল্লি ইজতেমাস্থলে এসেছেন। গতকাল সরেজমিন দেখা গেছে, লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ নদীর তীরবর্তী বিস্তীর্ণ প্রান্তর এবাদত-বন্দেগি, জিকির-আসকারে পুণ্যভূমির রূপ ধারণ করেছে।  বিদেশিদের অবস্থান : গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৩টি দেশের প্রায় সাড়ে ৫ হাজার মেহমান ইজতেমা মাঠের উত্তর পাশে বিশেষভাবে তৈরি বিদেশি নিবাসে অবস্থান নেন। এ ছাড়া চীন, মালয়েশিয়া, কুয়েত, নেপাল, ভুটান, জাপান, সুদান, জর্ডান, ফিলিপাইনের মুসল্লিসহ আরও ২/৩ হাজার বিদেশি অতিথি অংশ নেবেন। গতকাল সন্ধ্যায় এক যুবক অতর্কিতে বিদেশ থেকে আগত মুসল্লিদের নির্ধারিত স্থানে জোরপূর্বক ঢোকার চেষ্টাকালে টঙ্গী থানা-পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে সে মানসিক প্রতিবন্ধী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১২ কিলোমিটার জুড়ে যানজট : গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কালিগঞ্জ সড়ক ও আশুলিয়া-সাভার সড়কে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস, মিনিবাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন এ সময় ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে। ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লি এ সময় হেঁটে টঙ্গীতে আসতে থাকেন এবং জুমার নামাজ শেষে নিজ নিজ গন্তব্যে চলে যান। মুসল্লিরা তীব্র যানজটের কবলে পড়ে বিড়ম্বনার শিকার হন।

সর্বশেষ খবর