শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল দুপুর থেকে শুরু হওয়া যানজট সন্ধ্যায় আরও ভয়াবহ আকার ধারণ করে। দীর্ঘ এ যানজটে শত শত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দুপুরের দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং এলাকায় রেল লাইনের একটি পাত ভেঙে গেলে মহাসড়কে যানজটের সূত্রপাত হয়। একপর্যায়ে এ যানজট গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের কুর্নী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি ঘটে। পুলিশ   সূত্র জানিয়েছে, বিশ্ব ইসতেমা ও ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেশি। এদিকে মহাসড়কে চার লেনের কাজ চলছে। এরমধ্যে দুপুরের দিকে ধেরুয়া রেলক্রসিং এলাকায় রেল লাইনের একটি পাত ভেঙে গেলে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে পুলিশ গিয়ে এক পাশ বন্ধ রেখে ওয়ানওয়ে পদ্ধতিতে যানচলাচলের ব্যবস্থা করেন। মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট তীব্র আকার ধারণ করে। পরে রেলের লোকজন এসে রেল লাইনের ভাঙা পাত মেরামতের কাজ শুরু করে।

সর্বশেষ খবর