শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার শেরপুরে পরিত্যক্ত গাড়ি

প্রাডোর মালিক মেলেনি

প্রতিদিন ডেস্ক

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এদিকে, গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারকৃত প্রাডো গাড়ির নম্বর প্লেট সঠিক না হওয়ায় মালিকের সন্ধান গতকাল পর্যন্ত পায়নি পুলিশ। আমাদের শেরপুর প্রতিনিধি জানান, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহম্পতিবার সকাল থেকে ঢাকা মেট্রো গ-৩৭-৮৯৯৭ নম্বরের একটি সাদা রঙের নতুন প্রাইভেট কার ভায়াডাঙ্গা বাজারে দাঁড়িয়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। গাড়ির নাম এবেঞ্জা। এর বাজার মূল্য কমপক্ষে ৩০ লাখ টাকা হতে পারে বলে জানা গেছে। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছে, গাড়িটি মানব পাচারকারীর হতে পারে। একটি বিশেষ বাহিনী ওই মানব পাচারকারীকে ধরতে চেষ্টা চালিয়েছে। পাচারকারী কোনো রকমে গাড়ি রেখে পালিয়েছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, ধারণা করা হচ্ছে কোনো চক্র অসৎ উদ্দেশ্যে গাড়িটি এনে গাড়ি রেখেই পালিয়ে যায়। 

প্রাডোর মালিক মেলেনি : এদিকে, গাজীপুর প্রতিনিধি জানান, কাপাসিয়ার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারকৃত প্রাডো জিপ গাড়ির নম্বর প্লেট সঠিক না হওয়ায় মালিকের সন্ধান গতকাল পর্যন্ত পায়নি পুলিশ। ফলে এ গাড়িটির প্রকৃত মালিক কে বা কারা, এখনো উদঘাটন করা যায়নি। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গাড়ির নম্বর প্লেট (ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯) বিআরটিএ এর মাধ্যমে অনুসন্ধান করা হয়েছে। এ নম্বরটি ঢাকার মিরপুরের রিনা বেগম, পিতা আবদুর রব, ২/এইচ, বাসা ৯/১৪ নামে রেজিস্ট্রেশনকৃত। কিন্তু পুলিশ উল্লিখিত ঠিকানায় এ নামের কাউকে পায়নি। ধারণা করা হচ্ছে, গাড়িটি ফেলে দেওয়ার সময় এতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হতে পারে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। গাড়ি উদ্ধারের পর এনবিআরের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে। আমরা তাদের ইঞ্জিন নম্বর দিয়েছি। বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সদরের কাপাসিয়া-শ্রীপুর সড়কের দস্যুনারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মাছের ঘেরের ভিতর থেকে থানা পুলিশ প্রাডো গাড়িটি উদ্ধার করে।

সর্বশেষ খবর