রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পানি পানের পর পেট থেকে পড়ল সোনা

নিজস্ব প্রতিবেদক

পানি পান করানোর পর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর পেট থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৫টি সোনার বার বের করা হয়েছে। ওই যাত্রীর নাম জোবায়ের আক্তার। তার গ্রামের বাড়ি নড়াইল সদরে। এ যাত্রীর সঙ্গে থাকা দেড় কেজি ওজনের সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ  টাকা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ওই যাত্রীকে আটকের পর দুপুরে এসব সোনা উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, বিজি-০৮৭ নম্বর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে জোবায়ের বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জ করা হয়। প্রথমে তিনি তার সঙ্গে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে হাসপাতালে নিয়ে তার শরীর এক্স-রে করা হলে তার রেকর্টামে সোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর সেগুলো বের করতে অবলম্বন করা হয় বিভিন্ন প্রাকৃতিক কৌশল। তিন ঘণ্টা ধরে পানি পান করানো এবং শারীরিক কসরত করানোর মাধ্যমে তার পেট থেকে সোনার বারগুলো বের করা হয়।

সর্বশেষ খবর