রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

লাদেনের গোপন নথি প্রকাশ

প্রতিদিন ডেস্ক

মৃত্যুর কয়েক মাস আগেই আইএসআইএস (আইএস) জঙ্গি গোষ্ঠীর উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আল  কায়দা প্রধান ওসামা বিন লাদেন। শুধু তাই নয়, আরও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে লাদেনের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি নথি থেকে। ফক্স নিউজ জানায়, পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর হামলায় নিহত হন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। জানা গেছে, তার বাড়িতে হামলা চালানোর সময়ই নেভি সিলের হাতে আসে সেই নথি। সম্প্রতি নথিটি প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা সিআইএ। আর তা থেকেই সামনে এসেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য।

নথিতে প্রকাশিত, আইএস জঙ্গিদের কার্যকলাপ ও তাদের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত ছিলেন লাদেন। আইএসের কাজ নিয়েও অত্যন্ত বিরক্ত ছিলেন তিনি। সেই সঙ্গে আল কায়দার ক্রমশ দুর্বল হওয়া নিয়েও সেই নথিতে জানিয়েছিলেন এই আইএস নেতা। নথিতে আরও প্রকাশ করা হয়, লাদেনের একমাত্র শত্রু ছিল আমেরিকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর