সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন

সৌদি ও মালয়েশিয়ায় মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন

সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের মানববন্ধন —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি দাবিতে গতকালও ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। এসব কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নাজমুলকে মুক্তি না দিলে সারা দেশে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে নাজমুল হুদার বিরুদ্ধে হয়রানি ও প্রতিহিংসামূলক একের পর এক মামলা দায়েরের নেপথ্য তিন পুলিশ কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম, আশুলিয়া ধামরাই সার্কেলের এএসপি নাজমুল হাসান ফিরোজ ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসীনুল কাদিরকে প্রত্যাহারের দাবিও জানানো হয়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসানের সভাপতিত্বে আধা-ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ ও সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএএফইউজের সহকারী মহাসচিব মোদাব্বের হোসেন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসান আরেফিন। সভা পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রুহুল আমিন রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন, বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি শিমুল মাহমুদ, আনিস রহমান, ক্র্যাবের সাবেক সহসভাপতি মির্জা মেহেদী তমালসহ বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক ইউনিটি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, ‘সাংবাদিক নাজমুল তিন পুলিশ কর্মকর্তার ব্যক্তিস্বার্থ হাসিলে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাই একের পর এক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিকরা পোশাক শ্রমিকদের পাশে থাকবে এটাই স্বাভাবিক। কারণ, এই শ্রমিকরাই বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। লুটেরাদের পক্ষ নিয়ে কতিপয় পুলিশ কর্মকর্তা নাজমুলকে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন। আইসিটি আইন একটি কালো আইনে পরিণত হয়েছে। এটি বাতিল করতে হবে। নানাভাবে এ আইনের অপপ্রয়োগ হচ্ছে। সংসদের বর্তমান অধিবেশনেই এ আইন সংশোধনের দাবি জানাই।’ তিনি অবিলম্বে নাজমুল হুদার নিঃশর্ত মুক্তিসহ সেই তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান। শাবান মাহমুদ বলেন, ‘সারা দেশে আজ সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন। তিন পুলিশ কর্মকর্তা সিন্ডিকেট তৈরি করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নাজমুলকে হয়রানি করছেন। সাইদ নামের একজন ডিবির সদস্য নাজমুল হুদার গায়ে আঘাত করেছেন। এটা শুধু নাজমুল হুদাই নন, পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। অবিলম্বে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এসব দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না। অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার করে নিন।’ তিনি বলেন, ‘হঠাত্ করে গড়ে ওঠা অতি উত্সাহী আওয়ামী লীগারদের হাতে আজ সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। যেসব পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছেন তাদের চিহ্নিত করে শুদ্ধি অভিযান চালাতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে আনীত সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে সাংবাদিক সব সংগঠন যৌথভাবে রাজপথের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘অন্যায়ভাবে সাংবাদিক নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। এক মামলার পর হীনস্বার্থ চরিতার্থ করতে তার বিরুদ্ধে অন্য মামলা দেওয়া হয়েছে। যারা পুলিশ বিভাগে থেকে ক্ষমতার অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। নাজমুলের মুক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।’ সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘ব্যক্তিগত রেষারেষি না থাকলে নাজমুলের বিরুদ্ধে এত মামলা দেওয়া হতো না। পুলিশের কয়েকজন কর্মকর্তার আক্রোশের শিকার হয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবে তা মেনে নেওয়া হবে না। নাজমুলের মুক্তির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন।’ সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘দেশে এখন গণমাধ্যম-বান্ধব সরকার রয়েছে। এ মুহূর্তে আমাদের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করার কথা নয়। সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে প্যান্ট চুরির মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে কীভাবে মামলা সাজাতে হয়, কী মামলা দেওয়া উচিত সেই জ্ঞানও প্রশাসনের অনেকের নেই। আমরা চাই প্রতিহিংসামূলক এসব মামলা থেকে নাজমুল হুদাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। নাজমুলকে মুক্তি দেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। এজন্য সাংবাদিকরা প্রস্তুত।’

রাজু আহমেদ বলেন, ‘সাংবাদিক-পুলিশ প্রতিপক্ষ নয়। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবলে আপনারা ভুল করবেন। নাজমুল হুদার দোষ কি? তিনি পোশাক শ্রমিকের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমরা সব সময় শ্রমিকদের পক্ষে। তাই অবিলম্বে নাজমুল হুদাকে মুক্তি দেন।’

সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আর জল ঘোলা করবেন না। নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না। বর্তমান সাংবাদিক-বান্ধব সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দিন। নইলে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে বাধ্য হব।’

চট্টগ্রাম : গতকাল সাংবাদিক-পেশাজীবীসহ সর্বস্তরের জনতার মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে অবিলম্বে মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। চট্টগ্রাম নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ প্রতিদিন পরিবারের যৌথ উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন, চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন পাঠক ফোরামের সমন্বয়কারী আঁখি মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদের শওকত, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও আবৃত্তিজোটের সভাপতি অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম সিটির সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, প্রেস ক্লাব সহ-সভাপতি মনজুর কাদের, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য ও সিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজে সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, এক্স কাউন্সিলর ফোরামের প্রধান সমন্বয়কারী জামাল হোসেন, চট্টগ্রাম আবৃত্তি জোট সাধারণ সম্পাদক ফারুক তাহের, সিইউজে টিভি ইউনিটের উপ-প্রধান মাসুদুল হক, সাবেক উপ-প্রধান ও গাজী টিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, সাবেক অর্থ সম্পাদক নুর উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, সিইউজের প্রিয় চট্টগ্রাম ইউনিটের প্রধান আবদুর রউফ পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, নিউজ টুয়েন্টিফোর স্টাফ রিপোর্টার নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, আবৃত্তিজোটের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক প্রমুখ। সমাবেশে প্রতিবাদী আবৃত্তি করেন বোধনের তৈয়বা জহির আরশি ও তারুণ্যের উচ্ছ্বাসের শ্রাবণী দাশগুপ্তা। এ ছাড়াও বক্তব্য রাখেন কাতার সাংবাদিক সমিতির সভাপতি এ এইচ এম সোহরাওয়ার্দী সরোয়ার, সাবেক ছাত্রনেতা ইলিয়াস, আলী রেজা পিন্টু, পরিবর্তন চট্টগ্রামের আহ্বায়ক এহসান আল কুতুবী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক শফিউল আলম জিপু, সাবেক ছাত্রনেতা এস এম রাশেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি।

বরিশাল : নাজমুল হুদার নিঃশর্ত মুক্তিসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদের সভাপতিত্বে এবং বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আঞ্চলিক দৈনিক বরিশালের কথা’র প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান, আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মনিরুল আলম স্বপন খন্দকার, ইনডিপেন্ডন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, ইত্তেফাকের ব্যুরো প্রধান লিটন বাশার, আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সময় সংবাদের ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কোষাধ্যক্ষ কাজী আল-মামুন এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর ব্যুরো প্রধান রাহাত খান।

সিলেট : নাজমুল হুদার মুক্তি ও সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সর্বস্তরের সাংবাদিক। গতকাল বেলা ১১টায় ‘সাংবাদিক সমাজ সিলেট’-এর ব্যানারে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোরের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, প্রেস ক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আল আজাদ, মানবজমিন ও একুশে টিভির ব্যুরো প্রধান ওয়েছ খছরু ও কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান। এতে ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসিন, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ও ডেইলি নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম’র সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া ফজল, দৈনিক খবরের ব্যুরো প্রধান খলিলুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী ও নিউজ টোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট নাজমুল কবীর পাভেল, জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না, দৈনিক উত্তরপূর্বের চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, সিলেট বেতারের রিপোর্টার শফিকুর রহমান চৌধুরী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার সৈয়দ রাসেল, জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ইমরান আহমদ, দৈনিক যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, মোহনা টিভির ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, দৈনিক মানবকণ্ঠের সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, মাইটিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বি, দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসূফ আলী, দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি ময়নুল হাসান টিটু ও কামরুল হাসান, দৈনিক মানচিত্রের স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পী, চ্যানেল আইর ভিডিও জার্নালিস্ট সোহাগ আহমদ, জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সিলেট টাইমসবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তুহিনুল হক, দৈনিক মানচিত্রের স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার মাইস্লাম রাজেশ, মাইটিভির ভিডিও জার্নালিস্ট শাহীন আহমদ, দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী শংকর দাশ, এসএনপি স্পোর্টস২৪ডটকম’র নির্বাহী সম্পাদক কাইয়ূম আল রনি, দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী নূরুল ইসলাম, দৈনিক যুগভেরীর আলোকচিত্রী রণজিত্ কুমার সিংহ, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী আকরাম হোসেন, গাজী টিভির ভিডিও জার্নালিস্ট ছয়ফুল হক অপু, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন, দৈনিক সংবাদের আলোকচিত্রী ইদ্রিস আলী, সিলটিভির স্টাফ রিপোর্টার হেনা মমো, মোহনা টিভির ভিডিও জার্নালিস্ট খসরুজ্জামান, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার এনামূল কবীর, দিব্য জ্যোতি সী, মারুফ খান মুন্না, সাফায়েত অপু, আলোকচিত্রী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা : বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব। খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সামছুজ্জামান শাহীনের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, বিএফইউজের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, সাংবাদিক নেতা মল্লিক সুধাংশু, আবু তৈয়ব, হাসান আহমেদ মোল্লা, মো. আনিছু্জ্জামান, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায় প্রমুখ।

রংপুর : নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। রংপুর সাংবাদিক সমাজের ব্যানারে বেলা ১১টায় মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, সাংবাদিক আবেদুল হাফিজ, সাজ্জাদ হোসেন বাপ্পী, শাহজাদা মিয়া আজাদ, মোস্তাফিজুর রহমান বাবলু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন লুসিড, আফতাবুজ্জামান হিরু, মোহাম্মদ রাসেল, সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

যশোর : বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার মুক্তির দাবিতে সর্বস্তরের সাংবাদিকরা গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক মিলন রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এম আইউব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুনিরুজ্জামান মুনির, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বোরহানউদ্দিন জাকির প্রমুখ।

কুষ্টিয়া : নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর, ক্লাবের সিনিয়র সহসভাপতি মজিবুল শেখ, দৈনিক সাগরখালী পত্রিকার সম্পাদক রবিউল হক খান, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, সমকালের প্রতিনিধি সাজ্জাদ রানা।

ভালুকা (ময়মনসিংহ) : নাজমুল হুদাকে মিথ্যা মামলায় আটক ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করে গতকাল দুপুরে ভালুকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। বন্ধু প্রতিদিন ভালুকা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বন্ধু প্রতিদিন ভালুকা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম ও কামরুল হাসান পাঠান কামাল।

মেহেরপুর : নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে। বেলা ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মেহেরপুর সাংবাদিক সমাজের আয়োজনে গতকাল মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা ও নিউজ২৪-এর মেহেরপুর প্রতিনিধি তুহিন অরন্য, বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, উপদেষ্টা কামরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, রুহুল কুদ্দুস টিটো, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগান্তরের তোজাম্মেল আযম, জি টিভির রফিকুল আলম, কালের কণ্ঠের ইয়াদুল মোমিন, সময় টিভির মীর সৈয়দ আলী চন্দন প্রমুখ।

সাতক্ষীরা : নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি ও তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এনটিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-ইলাহি, দৈনিক সমকাল ও এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আমাদের সময় ও মাছরাঙ্গা টিভির মুস্তাফিজুর রহমান উজ্জল, দেশ টিভির শরিফুল্লা কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, গণফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল প্রমুখ।

বাগেরহাট : নাজমুল হুদার নিঃশর্ত মুক্তিসহ সব সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্রেস ক্লাব ও বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক ইউনিটি। বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইন, অ্যাডভোকেট মো. মোজাফফর হোসেন, মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, মো. আলী আকবর টুটুল, এনটিভির তরফদার রবিউল ইসলাম, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, যমুনা টিভির মো. ইয়ামিন আলী, চ্যানেল নাইনের লিটন সরকার, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, যায়যায়দিনের ইশরাত জাহান, দিনকালের হেদায়েত হোসেন লিটন, স্পন্ধনের নকীব সিরাজুল হক, আরটিভির শামসুর রহমান, সংবাদের মো. আজাদুল হক, একুশে টিভির এইচ এম মাইনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের মোড়েলগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান মাসুম, বাংলানিউজের সরদার ইনজামামুল হক প্রমুখ।

চুয়াডাঙ্গা : নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডের নামে নির্যাতন বন্ধ করা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি জেড আলম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম শেলী, সিনিয়র সাংবাদিক রিচার্ড রহমান, জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঝিনাইদহ : নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়। দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিম, সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাবুদ, আসিফ ইকবাল কাজল, শেখ রুহুল আমিন, এম নাসিম আনসারী প্রমুখ।

মাগুরা : নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে। প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা।

শরণখোলা : নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তিসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হয়রানি বন্ধের দাবিতে শরণখোলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হবিবুর রহমান জমাদ্দার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. হেমায়েত উদ্দিন বাদশা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ : নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে প্রতিবাদসভা করেছে সাংবাদিকরা। বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল রজ্জব আলী সুপারে মার্কেটস্থ থানা প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদুল কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল নয়ন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক হোসেন চিশতী সিপলু, ভোরের কাগজের সাংবাদিক মো. আরিফ হোসেন, সকালের খবরের সাংবাদিক মো. ফরহাদ হোসেন, নয়া দিগন্তের সাংবাদিক মো. এমরান হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন প্রমুখ। 

এ ছাড়াও গাজীপুর, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, টঙ্গী ও নড়াইলসহ বিভিন্নস্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রিমান্ড ও জামিন নাকচ : বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে করা ঢাকার আশুলিয়া থানার প্যান্ট চুরির মামলায় রিমান্ড ও জামিন দুই আবেদনই নাকচ করেছে আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম আফসানা আবেদীন এ আদেশ দেন। এর আগে সাংবাদিক নাজমুল হুদাকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে নাজমুলের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, ‘মাননীয় আদালত, ঢাকা জেলার বিশেষ শাখার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান লিখিতভাবে এ মামলার কথা অস্বীকার করে প্রতিবাদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিক নাজমুল হুদাকে গার্মেন্টসে প্যান্ট চুরির মামলায় জড়ানোর অভিযোগ আনয়ন করা হলেও বাস্তবে গার্মেন্টস কারখানায় প্যান্ট চুরির অভিযোগে কোনো মামলাই রুজু হয়নি। কিন্তু বাস্তবে ৩১ ডিসেম্বর আশুলিয়া থানার ২৫(১২)১৬ নম্বর মামলায় সাংবাদিক নাজমুল হুদাকে গ্রেফতার দেখিয়ে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান। এ মামলায় আসামিকে রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই।’ এদিকে ঢাকার আশুলিয়া থানায় করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সাইবার ট্রাইব্যুনালে জামিন শুনানির জন্য দিন ধার্য আছে। এর আগে নাজমুলের আইনজীবীরা জামিন চেয়ে এ আদালতে আবেদন করেন। পরে বিচারক কে এম শামছুল আলম শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে দুই দফা রিমান্ড শেষে সাংবাদিক নাজমুল হুদাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়া ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে। এর কিছুক্ষণ পরই তাকে গ্রেফতার করা হয়। পরে গত বছরের প্যান্ট চুরির মামলাসহ পুরনো আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু আদালত প্যান্ট চুরির মামলাসহ পুরনো পাঁচ মামলার সব কটির রিমান্ড আবেদন নাকচ করে দেয়।

সৌদি ও মালয়েশিয়ায় মুক্তি দাবি : সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সৌদি প্রবাসী সাংবাদিক ফোরাম এবং মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব। সৌদি আরব প্রতিনিধি জানান, বাংলাদেশ প্রতিদিন-এর সাভার প্রতিনিধি সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। ফোরাম নেতৃবৃন্দ নাজমুলের ওপর নির্যাতন বন্ধেরও দাবি জানিয়েছে। রবিবার প্রসাফের সভাপতি মোহাম্মদ আবুল বশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে প্রসাফ নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্রের নাম করে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আর এটা বাংলাদেশের সংবাদপত্র ও স্বাধীন মতামতের প্রতি নগ্ন হস্তক্ষেপ। মালয়েশিয়া প্রতিনিধি জানান, নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব সভাপতি এস এম রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সহ-সভাপতি মোস্তফা ইমরান রাজু, আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সার হামিদ হান্নান, জহিরুল ইসলাম হিরন, দফতর সম্পাদক সামছুজ্জামান নাঈম ও প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ শান্ত প্রমুখ।

সর্বশেষ খবর