সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ঢালারচরে এক চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কোবাদ আলী শিকদার জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাকশিমুল গ্রামের মোজা শিকদারের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, গতকাল সকালে কে বা কারা তার নিজ বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে যায়। তারপর দুপুরের দিকে ঢালারচরের পদ্মা নদীর পাড়ের একটি বাবলা বাগানে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, পাবনার আলোচিত চরাঞ্চল খ্যাত ঢালারচরে মূলত নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্যদের অবাধ বিচরণ। সেখানে পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। কেননা ২০১০ সালের ২১ জুলাই চরমপন্থিদের ব্রাশফায়ারে এক পুলিশ কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্য নিহত হয়। এর আগে ১৯৯৬ সালেও সন্ত্রাসীদের গুলিতে এসআই হেদায়েত নিহত হন। নিহত কোবাদ শিকদার চরমপন্থি সংগঠনের অন্যতম নেতা ছিল। তার বিরুদ্ধে পাবনার আমিনপুর, রাজবাড়ী জেলার পাংশা ও সুজানগর থানায় বেশ কয়েকটি হত্যা চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল বলেও জানান তিনি। চরমপন্থি সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণেও এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ খবর