সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ন করতে চান : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে রাখতে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবের কথা সর্বৈব মিথ্যা। এ কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আমাদের সন্দেহ রাষ্ট্রপতির সুনাম নষ্ট করতে ও তাকে বিতর্কিত করতেই এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এ ছাড়া ওবায়দুল কাদের একথা বলার কে? তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। গতকাল এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘সার্চ কমিটিতে বিচারপতি কেএম হাসানকে রাখতে খালেদা জিয়া রাষ্ট্রপতিকে প্রস্তাব করেছেন’ এমন বক্তব্যের জবাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। গতকাল সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। ‘লেখক, প্রকাশক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের নিয়ে দ্বিতীয় গ্রন্থ আড্ডা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডিইউজের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ আলোচনায় অংশ নেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সর্বৈব মিথ্যা ও অনভিপ্রেত। এটি একেবারেই সঠিক নয়। বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির কাছে কোনো নাম দিয়েছেন কি দেননি, সেটা তো রাষ্ট্রপতিই বলতে পারবেন। অন্য কেউ নয়। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যে সন্দেহ জাগাটা অমূলক নয়, তিনি রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে, রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ন করতে এমন কথা বলেছেন। রাষ্ট্রপতি নিশ্চয়ই তার সঙ্গে এ নিয়ে কথা বলেননি। ফলে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বিএনপি নাকি বিতর্কিত বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাব করে এসেছে সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে। এটা সর্বৈব মিথ্যা। আমার প্রশ্ন হলো, তাহলে কী রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের যোগসাজশ আছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) কী সার্চ কমিটি গঠন করবেন? এই কথার উত্তর আমরা ওবায়দুল কাদেরের কাছ থেকে চাই। তিনি বলেন, তাহলে কী রাষ্ট্রপতি তাদের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করবেন! তাই যদি হয়, তাহলে সার্চ কমিটি গঠনের তো কোনো প্রয়োজন নেই।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের অনুগত সার্চ কমিটি দেশের মানুষ কখনোই মেনে নেবে না। আবার সেই আওয়ামী লীগের বশংবদ কোনো নির্বাচন কমিশন ও সার্চ কমিটি দেওয়া হলে, এদেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।

সর্বশেষ খবর