সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
উদ্ভাবন

স্বয়ংক্রিয় ড্রেন পরিষ্কার যন্ত্র

দিনাজপুর প্রতিনিধি

স্বয়ংক্রিয় ড্রেন পরিষ্কার যন্ত্র

দেশের সর্বত্র ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা দূর করতে নানান কৌশল বা পদ্ধতি নেওয়া হচ্ছে কিন্তু নাগরিকরা বেহাল ড্রেনেজ ব্যবস্থা থেকে মুক্তি পাচ্ছে না। এ অবস্থায় দিনাজপুরের এক তরুণ উদ্ভাবন করেছে ‘স্বয়ংক্রিয় ড্রেন পরিষ্কার যন্ত্র’। এ যন্ত্র এক ঘণ্টায় এক কিলোমিটার ড্রেন থেকে পলিথিন, প্লাস্টিক বোতল, ইটের টুকরো, কাদা মাটিসহ সর্বপ্রকার ড্রেনেজ আবর্জনা পরিষ্কার করতে সক্ষম এবং এতে জনবল তেমন লাগবে না। খরচ-সাশ্রয়ী এ ব্যবস্থায় ড্রেনেজ সমস্যা আর থাকবে না। এ যন্ত্রটি সৌরশক্তি, বিদ্যুত্ কিংবা জ্বালানি তেলের সাহায্যে পরিচালনা করা যাবে। দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ উপলক্ষে আয়োজিত ঝড়ষা-অ-ঞযড়হ প্রতিযোগিতার সমাপনী দিনে গত ২১ জানুয়ারি শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হিসেবে মোসাদ্দেক হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। তিনি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অনার্স (উদ্ভিদ বিজ্ঞান) তৃতীয় বর্ষের ছাত্র এবং শহরের পুলহাট এলাকার ইদ্রিস আলীর ছেলে। আদর্শ মহাবিদ্যালয় প্রশাসনের আর্থিক সহায়তায়, অধ্যক্ষ খালেকুজ্জামানের উত্সাহে এবং কলেজের প্রভাষক জুয়েল রানা ও ড. রেদোওয়ান রহমান টিটোর সহযোগিতায় কলেজ ল্যাবে প্রায় ৬ মাস গবেষণার ফসল এটি। মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুরে ১৫৪ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ১৩ কিলোমিটার মহারাজা গিরিজিনাথ ঘাঘরা খাল রয়েছে। এসবের ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। এ যন্ত্রটি মডিফাই করে ব্যবহার করলে বেহাল ড্রেনেজ ব্যবস্থা থেকে সাধারণ নাগরিক যেমন মুক্তি পাবে তেমনি দেশের সর্বত্রই এর ব্যবহার করা যেতে পারে। স্বয়ংক্রিয় ড্রেন পরিষ্কার যন্ত্রটির তিনটি অংশ রয়েছে। স্বয়ংক্রিয় যন্ত্র, পাম্প ও ফিল্টারিং। স্বয়ংক্রিয় যন্ত্রটি মোবাইল এ্যাপস দিয়ে কাজ করা যাবে। এক হাজার মিটার দূর থেকে এটি পরিচালনা করা যাবে। এ যন্ত্রের সামনে ক্যামেরা থাকবে, যাতে ড্রেনেজ অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া যায়। যেখানে সাধারণভাবে এক কিলোমিটার ড্রেন পরিষ্কার করতে ৮-১০ দিন সময় লাগে সেখানে এক ঘণ্টায় এ যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা সম্ভব হবে। যন্ত্রটির তৈরি খরচ এর যন্ত্রাংশ ও আয়তনের উপর নির্ভরশীল। তা কমপক্ষে আড়াই থেকে তিন লাখ টাকা হতে পারে। এক প্রশ্নের উত্তরে মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুর জেলা প্রশাসন শহরের ঘাঘরা খাল দূষণমুক্ত করণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে ফেসবুক পেজে মতামত জানানোর আহবান জানায়। এই ধারণা থেকে বিজ্ঞানসম্মত ভাবে যান্ত্রিক প্রক্রিয়ায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের টেকনোলজি ক্লাবের ল্যা?বে দীর্ঘদিন গবেষণামূলক পর্যবেক্ষণের পর আশানুরূপ ফল পাওয়া যায়। এই প্রক্রিয়ায় খুব সহজে দিনাজপুরের ঘাঘরা খাল এবং ড্রেনগুলো প্রতি এক ঘণ্টায় এক কিলোমিটার পর্যন্ত পলিথিন, প্লাস্টিক বোতল, ইটের টুকরো, কাদা মাটিসহ সর্বপ্রকার ড্রেনেজ দূষণ-আবর্জনা দূর করা যাবে। এরই ধারাবাহিকতায় একটি যান্ত্রিক চত্ড়ঃড়ঃুঢ়ব তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর