সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

ঢাকার শাহ আলী এলাকায় পাঁচ বছর আগে মৎস্যজীবী বশির উদ্দিন বাসুকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ওই এলাকার মৎস্যজীবী সমিতির সভাপতি আসগর আলী, সেলিম, আলকাস, রাজু ও খলিল। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—কদর আলী ও রুহুল আমিন লেদু। কারাদণ্ডের পাশাপাশি তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ হয়েছে রায়ে। দণ্ডিত আসামিদের মধ্যে কেবল আসগর রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচজন পলাতক। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বিচারক ছয়জনকে বেকসুর খালাস দিয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মে সন্ধ্যায় শাহ আলী এলাকার গড়ান চটবাড়ীতে একটি নির্মাণাধীন বাড়ির একতলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে পরে গুলি করে হত্যা করা হয় বাসু মিয়াকে।

সর্বশেষ খবর