শিরোনাম
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
গ্রামবাসীর ওপর গুলি

সেই নেতার নামে দুই মামলা, শটগান জব্দ করেছে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা ছালামতের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া লাইসেন্স করা যে শটগান দিয়ে গুলি ছোড়া হয়েছিল তাও জব্দ করেছে পুলিশ। উপজেলার কামালপুর বাজারে যাতায়াতের সুবিধার্থে গ্রামের লোকজন একটি রাস্তা নির্মাণ করতে চাইলে বাধা দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ছালামত। রবিবার সন্ধ্যায় এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজের লাইসেন্স করা শটগান দিয়ে গ্রামবাসীর ওপর গুলি চালান তিনি। এতে কমপক্ষে ২০ জন আহত হন। ঘটনার পর তাকে আটক করে পুলিশ। রাতেই গুলিতে আহতদের পক্ষে সোহেল রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। এ ছাড়া আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ার অভিযোগে দৌলতপুর থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আরও একটি মামলা করেন ছালামতের বিরুদ্ধে। দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, দুটি মামলায় ছালামতকে আটক দেখিয়ে গতকাল আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, ইতিমধ্যে তারা ছালামতের শটগানটি জব্দ করেছেন। তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন।

কে এই ছালামত : দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের গাবতলা গ্রামের কেরামত আলীর ছেলে ছালামত। স্থানীয়রা জানান, দীর্ঘদিন সৌদ আরবে থেকে দুই বছর আগে তিনি দেশে ফেরেন। সৌদি আরবে চাকরির সুবাদে অনেক অর্থকড়ির মালিক। দেশে ফেরার পর পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু এবং স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর সঙ্গে সখ্য গড়ে আওয়ামী লীগ নেতা বনে যান। এই সখ্যকে কাজে লাগিয়ে ছালামত শটগানের লাইসেন্সও বাগিয়ে নেন। তিনি শটগানটি সব সময় সঙ্গে নিয়ে চলাচল করতেন। এলাকাবাসীর অভিযোগ, আবু ইউসুফ লালু ও রেজাউল হক চৌধুরীর আশীর্বাদপুষ্ট হওয়ায় ছালামত এলাকায় নানা অপকর্ম করলেও কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। তিনি পিয়ারপুরের একটি সরকারি জলাশয় অবৈধভাবে দখল করে রেখেছেন। এ ছাড়া গ্রামের ছোটখাটো বিষয়েও গ্রামবাসীকে শটগান উঁচিয়ে ভয় দেখাতেন। এ ব্যাপারে আবু ইউসুফ লালু বলেন, ‘ভাই! রাজনীতি করি, আর ছালামতও আওয়ামী লীগ করে, তাই আমার সঙ্গে ওর যোগাযোগ আছে। তবে ছালামত ছেলে খারাপ নয়, ওর নামে একটি জিডিও নেই। উত্তেজনার বশে হয়তো গুলি ছুড়ে ফেলেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর