মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আগ্রহ ব্যাংকের শেয়ারে, লেনদেনে বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার লেনদেন বেড়েই চলেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ১৮০ কোটি টাকার। পুরো সময় লেনদেনের শীর্ষে ছিল ব্যাংকিং খাতের শেয়ার। মোট লেনদেনের প্রায় ২৪ শতাংশই ব্যাংকিং খাতের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) বেড়েছে ২১৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১২০ কোটি টাকার শেয়ার। ডিএসইতে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। সোয়া ১১টার দিকে ডিএসইএক্স এক পর্যায়ে ১০০ পয়েন্টের বেশি বেড়ে পাঁচ হাজার ৭০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। তবে দিনশেষে সূচক ৬৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে দুই হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার, যা গত সাড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১০ সালের ১ জুন ডিএসইতে দুই হাজার ১২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আগের দিনের তুলনায় ৫১২ কোটি ৪০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

সর্বশেষ খবর