মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

সৌদি খেজুর চাষে সাফল্য

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সৌদি খেজুর চাষে সাফল্য

বগুড়ার আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের অছিম প্রামাণিকের ছেলে বাবলু প্রামাণিক। ২০০১ সালে তিনি সৌদি আরব গিয়েছিলেন। সেখানে ১৫ বছর চাকরি করার পর দেশে ফেরেন। তখন সঙ্গে নিয়ে আসেন সৌদি খেজুরের প্রায় ৬০০ বীজ। তারপর তিনি নিজ গ্রামে শুরু করেন এই খেজুরের চারা উৎপাদন।

বাবলুর ভাষ্য অনুযায়ী, তিনি বাড়ির আঙিনায় জৈব সার ব্যবহার করে খেজুরের বীজগুলো মাটিতে রোপণ করেন। কোনো ওষুধ ব্যবহার না করে প্রতিদিন পরিমাণমতো পানি দেন। কিছুদিন পর দেখেন রোপণকৃত সব বীজ থেকে চারা হয়েছে। সেই চারা এখন বড় হয়েছে। বাবলু জানান, তিনি শখ করেই আবুধাবি থেকে খেজুর গাছের বীজ নিয়ে এসে পরীক্ষামূলকভাবে চারা তৈরির কাজ শুরু করেন। এখন তিনি সফলতার মুখ দেখছেন। এসব  খেজুর চারা এখন তিনি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন। তার এই চারা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান জানান, এভাবে সৌদি খেজুরের গাছ এ দেশে ছড়িয়ে দিতে পারলে দেশেই আমরা সৌদি খেজুর উৎপাদন করতে পারব। আশা করছি, এ খেজুরের আশানুরূপ ফলন পাওয়া যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর