বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিশু চলচ্চিত্র উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

শিশু চলচ্চিত্র উৎসব শুরু

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগান নিয়ে চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হলো আট দিনব্যাপী দশম শিশু চলচ্চিত্র উৎসব। জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে গতকাল বিকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম ও উৎসব পরিচালক আবীর ফেরদৌস উপস্থিত ছিলেন। রাজধানীর পাশাপাশি রাজশাহী ও রংপুরেও শুরু হয়েছে এ উৎসব।

উদ্বোধন পর্ব শেষে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মুস্তাফা মনোয়ার। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এখানে অনেক ছবি প্রদর্শিত হবে, এটা উৎসবের বড় আকর্ষণ। শিশুরা মনের আনন্দে ছবি দেখবে এবং অনেক কিছু জানতে পারবে। উৎসবের মধ্য দিয়ে শিশুরা তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেরও সুযোগও পাবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশে পরীক্ষার্থী বেড়ে গেছে শিক্ষার্থী নেই। এটাই বড় সংকট। বাচ্চাদের জীবন থেকে ফুল, পাখি, আলো বাতাস হারিয়ে যাচ্ছে। তারা মেশিনের মতো করে বড় হচ্ছে। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বালন পর্ব। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ফিডল স্টিকস। এবারের উৎসবে বাংলাদেশসহ ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। চট্টগ্রামে এ উৎসব শুরু হবে ৩ মার্চ। সারা দেশের ১১টি ভেন্যুতে এ উৎসবে শিশুরা বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ছাড়াও এই উৎসবের ছবিগুলো একযোগে প্রদর্শিত হবে জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও উত্তরা শাখা, ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তন। এবার প্রথমবারের মতো বিভিন্ন দেশের শিশুদের বানানো চলচ্চিত্র নিয়ে একটি প্রতিযোগিতা বিভাগ থাকছে, যেখান থেকে একটি চলচ্চিত্রকে পুরস্কার দেওয়া হবে। বিভিন্ন দেশ থেকে ১৮ জন বিদেশি অতিথি উৎসবে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ১২৫ জন শিশু প্রতিনিধি অংশ নেবে উৎসবে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কনসার্ট : সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘জাগো উচ্ছ্বাসে’ শিরোনামের একটি ফান্ড রাইজিং কনসার্ট। এদিন বিকাল সাড়ে ৫টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। যৌথভাবে এই কনসার্টটির আয়োজন করছে ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কনসার্টে অংশ নেবেন ববিতা আক্তার, সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চু, সৈয়দ আবদুল হাদী, হায়দার হোসেন, বেনুকা ইনস্টিটিউট অব আর্টস, যুক্তরাষ্ট্রের বেসরকারি বিশ্ববিদ্যালয় ভান্ডেরবিল্ট বিশ্ববিদ্যালয়ের লরা চৌধুরী। গতকাল সকালে হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস, ডিসিসিআইয়ের নির্বাহী পরিচালক ডা. এহসান হক, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও শিল্পী হায়দার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ১২০০ টাকা। টিকিট বিক্রির অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর