বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লতিফ সিদ্দিকীর আসনে ভোট ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আইনি জটিলতা কেটে যাওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান গতকাল জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটগ্রহণ হবে। তিনি বলেন, আদালতের স্থগিতাদেশ উঠে যাওয়ায় উপনির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এ জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনে উপনির্বাচনের জন্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করলেও লতিফের ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোট আটকে যায়। কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে তার করা আপিল ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে গেলে নির্বাচন অনুষ্ঠানের বাধা কাটে। ফরহাদ আহাম্মদ খান জানান, এ উপনির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর