বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে বিমানের টয়লেটে ৭ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা একটি বিমানের টয়লেট থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। প্রায় সাত কেজি ওজনের এসব সোনার বারের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। গতকাল সকালে রিজেন্ট এয়ারওয়েজ উড়োজাহাজে তল্লাশি চালিয়ে তার টয়লেট থেকে সোনার ওই বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল ওমানের মাসকট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ওই ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে ওঠা এক ডমেস্টিক যাত্রীর মাধ্যমে রাজধানীর শাহজালাল বিমানবন্দর দিয়ে সোনাগুলো পাচারের পরিকল্পনা ছিল ওমান ফেরা এক যাত্রীর। কিন্তু ওই বিমানটি চট্টগ্রামে অবতরণ না করেই ঢাকায় চলে আসে। বিমানটি অবতরণের পর শুরু হয় গোয়েন্দা তল্লাশি। বিষয়টি আঁচ করতে পেরে বিমানে থাকা ওমান ফেরা যাত্রী স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো দ্রুত টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সোনাগুলো উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর