শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আল আমিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আল আমিনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার খাদ্যনালিতে সমস্যা দেখা দিয়েছিল। বংশাল আলুবাজার ছোট মসজিদের পাশের একটি দোতলা ভবনের নিচ তলায় ছিল জুতার কারখানাটি। সেখানে বুধবার দিনগত রাত দেড়টার দিকে আগুন লাগে। এ ঘটনায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় ওসমান গনি ও আবদুস সামাদ নামে আরও দুই শ্রমিক দগ্ধ হন। তাদের সহকর্মী সাহেব আলী জানান, আলুবাজার এলাকার ইয়াকুব আলীর জুতা কারখানায় তারা ছয়-সাত জন কাজ করছিলেন। এ সময় জুতার অতিরিক্ত সুতা কাটতে মোমবাতি জ্বালানোর জন্য আগুন ধরালে তার পাশে থাকা কেমিক্যালে আগুন লেগে যায়; যা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। অন্যরা বেরিয়ে যেতে পারলেও তারা তিনজন ভিতরে আটকা পড়েন। পরে তাদের গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর