শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

আট জেলা কমিটির কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য গঠিত আট জেলা কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ আরোপ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ আট জেলা কমিটি গঠন করে জারি করা প্রজ্ঞাপন কেন বাতিল করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডেপুটি কমান্ডারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। কমিটির কার্যক্রম স্থগিত করা আট জেলা হলো গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, গাইবান্ধা, নীলফামারী, ঝালকাঠি ও সিলেট। আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। প্রসঙ্গত, সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলছে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সব জেলা ও মহানগরে কমিটিও করেছে। এর মধ্যে গত ২১ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, গাইবান্ধা, নীলফামারী, ঝালকাঠি ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা কমিটি সংশোধিত আকারে প্রকাশ করা হয়। এ সংশোধিত কমিটির গেজেট ও কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আবদুল মালেক রিট আবেদন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর