শিরোনাম
শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চান বিদেশি কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চান। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস গতকাল পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে কী ভাবছেন, তিনি কী সিদ্ধান্ত নিয়েছেন এবং সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে মুক্ত আলোচনার জন্য আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই।’

অবশ্য বিষয়টি নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। ওয়াটকিনস বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের খবরটি আমরা আজই (বৃহস্পতিবার) দেখেছি।’ প্রক্রিয়াটি ইতিবাচক দিকেই অগ্রসর হচ্ছে বলেও তিনি জানান। এর আগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনসসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত যৌথভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠান।

সর্বশেষ খবর