শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভোটের প্রক্রিয়া শুরু

————— ছাত্রলীগ সভাপতি

ভোটের প্রক্রিয়া শুরু

ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘অতীতের মতো ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি নেই। নিয়মিত ক্লাস হয়। সব গণতান্ত্রিক ছাত্র সংগঠন রাজনীতি করছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে সুন্দর ও চমৎকার পরিবেশ গড়ে তোলা এবং প্রতি বছর মেধাবী নেতৃত্ব বের করতে আমরা ডাকসু, বাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ সব ছাত্র সংসদের নির্বাচন দাবি করে আসছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রশাসনের দায়িত্ব রয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, কিছু প্রক্রিয়া সম্পন্ন হলেই তারা নির্বাচনের কাজে আসবেন। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিন। আমরা সব ধরনের সহযোগিতা দেব।’ তিনি বলেন, ইতিমধ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। গতকাল বিকালে টেলিফোনে একান্ত আলাপকালে ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সব সময় নির্বাচনের পক্ষে। এ সংগঠনটি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন। জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ ভূমিকা রেখেছে। দীর্ঘদিন ধরে ডাকসু, বাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ ছাত্র সংসদ নির্বাচনই হচ্ছে নেতা তৈরির হাতিয়ার। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে নিজেদের মধ্যে যেমন নেতৃত্ব তৈরি হওয়ার প্রতিযোগিতা হবে, তেমনি ছাত্রসমাজের গ্রহণযোগ্য নেতারা নির্বাচিত হবেন। ফলে নেতা তৈরি হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্রনেতা বলেন, ‘ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুকে বলা হতো দেশের মিনি পার্লামেন্ট। আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে অত্যন্ত আগ্রহী। এজন্য একটি কর্মপরিকল্পনাও নিয়েছি। আমরা চাই প্রতি বছর নির্বাচনের মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব গড়ে উঠুক এবং ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমগুলো চলুক। আমরা ডাকসু নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

‘ছাত্রলীগ আন্তরিক নয় এবং ভিন্নমতের রাজনীতি করার সুযোগ দিতে চায় না বলেই নির্বাচনে আগ্রহী নয়’, ছাত্রদল সভাপতির এমন অভিযোগ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, ‘আমরা সব সময়ই নির্বাচনের দাবি করে আসছি। ভিন্নমতের রাজনীতি করার সুযোগ না দেওয়ার যে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি তা ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। কারণ যারা ছাত্র তারা ক্যাম্পাসে আছেন। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিন। আমরা সব ধরনের সহযোগিতা দেব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর