শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সরকারই চায় না ভোট হোক

— ছাত্র ইউনিয়ন সভাপতি

সরকারই চায় না ভোট হোক

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেছেন, সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারদলীয় ছাত্র সংগঠন— সবাই মুখে মুখে ছাত্র সংসদ নির্বাচন চাইলেও ভিতরে ভিতরে না। তারা চাইলেই নির্বাচন হবে। অন্যথায় আমরা যতই দাবি করি, কখনই ছাত্র সংসদ নির্বাচন দেবে না। কারণ তারা চান না, ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক, সাংস্কৃতিক চর্চা শুরু হোক। তারা চান, গণতন্ত্রের আদলে স্বৈরতন্ত্র বজায় থাকুক। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে বামপন্থি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এই শীর্ষ নেত্রী এসব কথা বলেন। লাকী আক্তার বলেন, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্র রাজনীতির অন্যতম হাতিয়ার। ইতিহাস-ঐতিহ্যের বড় নেতৃত্ব তৈরি হওয়ার বড় মাধ্যম ছাত্র সংসদ। অথচ এই ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ। নেতৃত্ব তৈরি হওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনগুলোতে গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে আসছি, সে পরিবেশ নিশ্চিত করে একমাত্র ছাত্র সংসদ। ছাত্র সংসদ নির্বাচন হলে প্রত্যেকটা ক্যাম্পাসে সাংস্কৃতিক রাজনৈতিক মান অনেক উন্নত হয়। অতীত নিকটে এরশাদবিরোধী আন্দোলনে ছাত্র সংসদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ছাত্র ইউনিয়ন সভাপতি বলেন, একটু পেছনে ফিরে গেলে দেখা যাবে, মুক্তিযুদ্ধের পর ক্যাম্পাসগুলোতে যখন  ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তখন ক্যাম্পাসকে সৃজনশীল কাজের মধ্য দিয়ে মুখরিত করে রেখেছিলেন তৎকালীন নির্বাচিত সংসদ নেতারা। আজকের পরিস্থিতি পুরো ভিন্ন। বাংলাদেশের জন্য অত্যন্ত হতাশাজনক বিষয় হচ্ছে, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আজকে স্বৈরতন্ত্র না থাকলেও যারা গণতন্ত্রের নাম দিয়ে ক্ষমতায় এসেছেন, তারা প্রত্যেকেই গণতন্ত্রচর্চার সব পথ বন্ধ করেছেন। এতে বিএনপি-আওয়ামী লীগ সমানভাবে দায়ী। যে দল যখন ক্ষমতায় আসে সেই দলের ছাত্র সংগঠন এক ধরনের দখলদারিত্ব, ত্রাসের রাজত্ব ধরে রাখে ক্যাম্পাসগুলোতে। তিনি প্রশ্ন রেখে বলেন, আশ্চর্য হই, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সবাই ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন। সবাই নির্বাচন চান। আমরা ছাত্র ইউনিয়ন তাদের কাছে প্রশ্ন করতে চাই সবাই যদি নির্বাচন চান, তাহলে ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা কোথায়? তাহলে কেন হচ্ছে না? আমরা মনে করি, তারা মুখে মুখে বললেও ভিতরে ভিতরে চান না। কারণ তারা চান না ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। তারা চান ক্যাম্পাসগুলোতে স্বৈরতান্ত্রিক পরিবেশ টিকে থাকুক।  ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার বলেন, দীর্ঘদিন ধরে দাবি করে এলেও আমরা নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না। কারণ যারা ক্ষমতায় থাকেন, বিশেষ করে সরকার চায় না বলেই নির্বাচন হয় না। ছাত্রলীগ যেহেতু সরকার দলের সমর্থক সংগঠন সে কারণে এ প্রসঙ্গে ছাত্রলীগের নেতারাও জোরালোভাবে কথা বলতে পারেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর