শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবজাতক চুরি, মিলল চিকিৎসকের বাসায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অবশেষে ৮ দিন পর চুরি হওয়া নবজাতকের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সকালে নগরীর টিকাপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শাহিন আকতার শুভ্রাকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, গত ১৯ জানুয়ারি রাতে শুভ্রা রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার আরবান মাতৃসদন থেকে মুক্তি নামে এক নারীর কাছ থেকে তার সন্তানকে চুরি করে নিয়ে যান। পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে শুভ্রাকে শনাক্ত করে। এরপর গতকাল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, নগরীর বিনোদপুর মোড়ে ইসলামিয়া কলেজ রোডে লাগানো রাজশাহী সিটি করপোরেশনের সিসি ক্যামেরায় ওই নারীর ছবি ধরা পড়ে। মঙ্গলবার ভিডিও ফুটেজটি পুলিশের হাতে আসে। ভিডিওতে দেখা গেছে, গত ১৮ তারিখ বেলা ২টা ১২ মিনিটে ওই নারী রিকশা নিয়ে এসে ওই মোড়ে নামেন। মাত্র কয়েক সেকেন্ডই তিনি সিসি ক্যামেরার সামনে থাকেন। ফুটেজটি সংগ্রহ করে মুক্তির মা-বাবাকে দেখানো হয়। তারা ওই নারীকে শনাক্ত করেন। এরপর ওই নারীর ছবি নিয়ে অনুসন্ধানে নামে পুলিশ। গতকাল শুভ্রার পরিচয় নিশ্চিত হওয়ার পর সাদা পোশাকে একদল পুলিশ তার বাড়িতে অবস্থান নেয়। এরপর শিশুটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, পুত্র সন্তানের আশায় শিশুটিকে চুরি করেছিলেন শুভ্রা।

সর্বশেষ খবর