রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
দুই সাংবাদিকের ওপর হামলা

দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে এ ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর করা ‘বেফাঁস’ মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়। গতকাল রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। বৃহস্পতিবার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ডাকা হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে শাহবাগে পুলিশের মারধরের শিকার হন এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান ও ক্যামরাপারসন আবদুল আলীম।

এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন এ কর্মসূচিতে। পাবলিক লাইব্রেরির সামনের সড়ক থেকে শাহবাগ মোড় পর্যন্ত হাতে হাত রেখে সবাই এক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। এ সময় সংবাদকর্মীরা ক্যামেরা রাস্তায় রেখে কর্মবিরতি পালনের মাধ্যমে ওই ঘটনার প্রতিবাদ জানান। কর্মসূচিতে মুক্ত স্বদেশ, বন্দী সাংবাদিকতা, সাংবাদিকের স্বাধীনতা চাই, কলম আর ক্যামেরা মাথা নত করে না স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন থেকে হামলায় জড়িত পুলিশ সদস্যদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবিতে আগামী বৃহস্পতিবার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় আবারও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘পুলিশ পরিকল্পিতভাবে সংবাদকর্মীকে থানায় নিয়ে নির্যাতন করেছে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার হয় না। যার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা খারাপ সূচকে অবস্থান করছে।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শাহেদ চৌধুরী, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাংবাদিক এস এস ফয়েজ প্রমুখ।

সর্বশেষ খবর