সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জলদস্যুবাহিনীর প্রধানসহ ২০ জনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেশি-বিদেশি আধুনিক ৩২ আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫০৭ রাউন্ড গুলিসহ স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের বৃহৎ জলদস্যু বাহিনী প্রধান জাহাঙ্গীর শিকারিসহ ২০ সদস্য। গতকাল বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন।

পরিবার-পরিজন নিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে থাকার জন্য অন্ধকার জগত ছেড়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করার কথা বলেছেন তারা। স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়ায় তারা সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেউ অভাবের তাড়নায়, কেউ কু-পরামর্শে অন্ধকার পথে যাওয়ার কথা জানান। জীবনে ফের দস্যুতার পথে না যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এদিকে গত বছরের ৩১ মে থেকে আজ পর্যন্ত জাহাঙ্গীর বাহিনীসহ ৯টি দস্যুবাহিনীর প্রধানসহ ৯২ জন সদস্য ১৯৬টি অস্ত্র এবং ১০ হাজার ১৪৩ রাউন্ড গুলি র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করায় সুন্দরবনে নিরাপদে মাছ শিকার করতে পাড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা। তবে এখনো সুন্দরবন দাপিয়ে বেড়ানো কয়েকটি দস্যুবাহিনী নির্মূল করতে পারলে সুন্দরবন পুরোপুরি নিরাপদ হবে বলে আশা মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেন, যে কোনো মূল্যে ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনকে নিরাপদ করা হবে। সরকার কোনো ধরনের রক্তপাত চায় না। সরকার চায় এখনো যারা অপরাধে লিপ্ত আছেন, তারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, যারা আত্মসমর্পণ করেছেন তাদের সুস্থ-স্বাভাবিক জীবনে কেউ অন্তরায় হলে কিংবা ফের কেউ তাদের কু-পরামর্শ দিয়ে অন্ধকার পথে ঠেলে দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনো দস্যুতায় লিপ্ত বাহিনীগুলোকে একই পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আনোয়ার-উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান, মেট্রো পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন এবং জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামন বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর