মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার যাত্রাবাড়ীতে স্কুলছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক

আবারও রাজধানীতে খুনের শিকার হলো স্কুলছাত্র। গতকাল বেলা ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় রিদওয়ান ইসলাম বিভোর (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য পুলিশ বিভোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে আদনান কবীর (১৪) নামের এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছিল সহপাঠীরা। এ ছাড়া ২৮ জানুয়ারি শনিবার যৌন হয়রানির প্রতিবাদ করায় বরিশালে সাইদুর রহমান হৃদয় নামের এক স্কুলছাত্র খুন হওয়ায় সারা দেশে তোলপাড় হয়েছিল। নিহত বিভোর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে। সে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট বিভোর। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের কোর্টপাড়ায়।

নিহতের পরিবারের অভিযোগ, গোলাপবাগ এলাকায় নিহতদের এক কাঠা জমির ওপর নির্মাণাধীন বাড়ির জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় আবদুল মান্নান। মান্নানের দুই ছেলে আল-আমীন ও আরমিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অসংখ্য অভিযোগ রয়েছে। দাবিকৃত চাঁদার বড় একটি অংশ মান্নানকে পরিশোধও করেছিলেন নজরুল। তবে বাকি চাঁদার জন্য নজরুলকে চাপ দিচ্ছিলেন মান্নান। একপর্যায়ে আর টাকা দিতে পারবেন না বলায় মান্নান দেখে নেওয়ার হুমকি দেন নজরুলকে। আর গতকাল বিকালেই বিভোরকে ছুরিকাঘাত করে আল-আমীন। নিহতের চাচাতো ভাই সুমন বলেন, মান্নান ও তার ছেলেদের নামে যাত্রাবাড়ী থানায় বহু অভিযোগ রয়েছে। এলাকার নিরীহ মানুষদের হয়রানি করে চাঁদা আদায়ই তাদের পেশা। স্থানীয় হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তিনি বলেন, বিকালে বাসার সামনেই খেলছিল বিভোর। এ সময় স্থানীয় বখাটে আল-আমীন (২৮) তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় বিভোরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিভোরের মৃত্যু হয়। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা বলতে পারেননি সুমন। এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ‘আল আমীনই ছুরিকাঘাত করে বিভোরকে খুন করেছে এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে ঠিক কী কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আল আমীনকে গ্রেফতারে অভিযান চলছে।’

সর্বশেষ খবর