বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হাই কোর্টে খালাস চাইলেন তারেক সাঈদও

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলায় এবার হাই কোর্টে আপিল করেছেন র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদও। এ ছাড়া আরেক আসামি এসআই পূর্ণেন্দু বালাও হাই কোর্টে আপিল করেছেন। তাদের আইনজীবীরা হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল আপিলের আবেদন করেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তারেকের আইনজীবী আহসান উল্লাহ। এই মামলার অন্যতম আসামি তারেক ও পূর্ণেন্দু সাত খুনের দায়ে নিম্ন আদালতে ফাঁসির আদেশ পেয়েছেন। হাই কোর্টে করা আপিলে তারা দণ্ড থেকে খালাস চেয়েছেন। এর আগে প্রথম ব্যক্তি হিসেবে ৩০ জানুয়ারি খালাস চেয়ে হাই কোর্টে আপিল করেন এই মামলার প্রধান আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন।

১৬ জানুয়ারি ওই মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। অন্য আসামিরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। ইতিমধ্যে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। ২২ জানুয়ারি সাত খুনের মামলার ডেথ রেফারেন্সের নথি হাই কোর্টে আসে।

সর্বশেষ খবর