শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
এসএসসি পরীক্ষা শুরু

প্রথম দিনেই অনুপস্থিত সাড়ে ৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষা গতকাল শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই গতকাল ৮ হাজার ৫২০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সারা দেশে বহিষ্কার করা হয়েছে ১৬ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে পাঠানো পরীক্ষার বোর্ডভিত্তিক তথ্যে এসব উল্লেখ করা হয়েছে।

গতকাল এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম পরীক্ষার দিনে গতকাল সকালে ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আগের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি সরকারের সাফল্য। তবে শিক্ষার মান বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ। শিক্ষার মান বাড়াতে সরকার কাজ করছে। যদিও মান বৃদ্ধি পেয়েছে। আমাদের আরও উন্নত মানে পৌঁছাতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে নম্বর দেওয়ার তারতম্য হয়। সেজন্য সব বোর্ডের ২ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছি। মোটামুটি সমানভাবে খাতা দেখার প্রচেষ্টা এবার শুরু হবে। মন্ত্রী আরও বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নাই। কেউ কেউ ভুয়া প্রশ্ন তৈরি করে টাকা হাতিয়ে নেয়, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে। অভিভাবকদের উদ্দেশে বলেন, ফাঁসকারীদের ফাঁদে পড়বেন না। দুইটি পরীক্ষার মধ্যে ছুটি বাড়াতে অভিভাবকরা মন্ত্রীর কাছে দাবি করলে নাহিদ বলেন, আগে পাঁচ দিনে সব পরীক্ষা নেওয়া হতো। ভবিষ্যতে দুই বেলা পরীক্ষার প্রস্তুতি নিন। আগামী রবিবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে ইংরেজি প্রথম পত্র ও ভোকেশনালে ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর