শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
জিবরান হত্যা মামলা

রিভিউ আবেদনের রায় যে কোনো দিন

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াছিন রহমান টিটুর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপরে শুনানি শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার  নেতৃত্বাদীন আপিল বিভাগে এ শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি  জেনারেল এস এম কামরুল হাসান। রিভিউ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব  হোসেন ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। এর আগে ২০১২ সালের ১ আগস্ট জিবরান হত্যা মামলায় আপিল বিভাগ টিটুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে টিটু রিভিউ আবেদন করেন। উল্লেখ্য, চট্টগ্রাম সেন্ট্রাল মেরিটাইম (বিডি) লিমিটেডের প্রিন্সিপাল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত থাকার সময় ১৯৯৯ সালের ৯ জুন অফিস থেকে বাসায় ফেরার পথে জিবরান তায়েবীকে আগ্রাবাদের শেখ মুজিব রোডের চুংকিং রেস্টুরেন্টের সামনে গুলি করে হত্যা করা হয়েছিল।

সর্বশেষ খবর