শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাছ, মাংস ও সবজির দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁচাবাজারে সবজি, মাংস ও মাছের দাম চড়া। এছাড়াও প্রতিটি পণ্যের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গতকাল বনানী কাঁচাবাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। করলা বিক্রি হয়েছে ৪০ টাকায়, বেগুন ৩০, বরবটি ৬০, টমেটো ৩০, বাঁধাকপি ২০ (প্রতি পিস), ফুলকপি ২৫ (প্রতি পিস), ঝিঙ্গা ৫০, শিম ৩০,  পেঁপে ২০, কচুরলতি ৫০, কচুরমুখি ৪০, আলু ১০, গাজর ৩০, মিষ্টি কুমড়া (প্রতি পিস) ৪০, লাউ ৫০ (প্রতি পিস), পটল ৩০, কাঁচামরিচ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ধনে পাতার কেজি ৫০ থেকে বেড়ে ১৫০ টাকায় বৃদ্ধি পেয়েছে। এ কাঁচাবাজারের বিক্রেতা মিলন সর্দার বলেন, সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে। গতকাল দেখা গেছে, বাজারে পেঁয়াজ, রসুন, আদা ও ডালের দাম বেড়েছে। পেঁয়াজ (দেশি) ২০ টাকা, পেঁয়াজ (আমদানি করা) ১৮ ও রসুনের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আদার দাম ১০ টাকা কমে ৮০ টাকায়। এদিকে, মাছের দামও বেড়েছে। প্রতি কেজি ইলিশ মাছ ৯০০-৯৫০ টাকায়, দেশি রুই ২৫০-৩০০, কোরাল মাছ প্রতি কেজি ৪০০ ও প্রতি কেজি চিংড়ি মাছ বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছের দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। গতকাল ছুটির দিনে শাক-সবজি ও মাছের দাম স্বাভাবিক থাকলেও ক্রেতাদের অস্বস্তিতে পড়তে হয়েছে মাংসের দামের কারণে। যেখানে এক মাস আগেও প্রতি কেজি খাসির মাংস বিক্রি হত ৬৫০-৭০০ টাকায়। গতকাল বিক্রি হয়েছে ৭৫০ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছিল ৪২০ টাকায়। গতকাল বিক্রি হয়েছে ৪৩০ থেকে ৪৫০ টাকায়। বয়লার মুরগির দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে কেজি ১৭০ টাকায়, দেশি মুরগি বিক্রি হয়েছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।

বাজার করতে আসা ক্রেতারা বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বৃদ্ধি পেতে থাকে মাংসের দাম। বিক্রেতারা বিভিন্ন অজুহাত দেখিয়ে মাংসের দাম বৃদ্ধি করেছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। কিন্তু বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় মূল্য বৃদ্ধি হয়েছে। বনানী বাজারে মাংস ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলেন, ডিসেম্বর মাস থেকেই পিকনিক, বিয়ে, অফিসের অনুষ্ঠান বেড়ে  গেছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মূল্য বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ খবর