শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জের গঙ্গাস্নান উৎসবে মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর তীরবর্তী তক্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসবে গতকাল হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। এ উৎসব চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

হিন্দুদের মতে, বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের পবিত্র দিন ছিল গতকাল। চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সবাই শিবগঞ্জ উপজেলার তক্তিপুরে পৌরাণিক জাহ্নমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ, বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-মহিলারা বাস, মিনিবাস, মাইক্রো, মিশুক, রিকশাসহ বিভিন্ন যানবাহনে করে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দেন। সে অনুযায়ী গতকালও দুপুর পর্যন্ত তীর্থযাত্রীরা উৎসবে আসেন। গঙ্গায় স্নান পর্ব শেষ করে ভক্তরা ভোজ অনুষ্ঠানে অংশ নেন। এই ভোজের খাদ্য ছিল শিবগঞ্জের বিখ্যাত চমচমসহ অন্যান্য মিষ্টান্ন, রাজারামপুর ও নসিপুরের দই, রহনপুরের মুড়ি ও চিঁড়া এবং ভোলাহাটের সাগর কলা। অন্যান্য বছরের চেয়ে এবার জনসমাগম অনেক বেশি হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ খবর