মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সুন্দরগঞ্জে চার দিন ধরে তিন স্কুলছাত্র নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের তিন স্কুলছাত্র নিখোঁজের চার দিন পরও খোঁজ মিলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন নিখোঁজদের পরিবার।

নিখোঁজদের পরিবার জানায়, গত ৩ ফেব্রুয়ারি বিকালে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার এলাকা থেকে একই সঙ্গে নিখোঁজ হয় স্কুলছাত্র শিমুল (১৪), শামিম (১৩) ও অন্তর (১৪)। নিখোঁজ শিমুল সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শামিম একই গ্রামের আবদুল মাজেদের ছেলে ও অন্তর দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে। তারা এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র। নিখোঁজ শিমুলের বাবা শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন তিনজন একসঙ্গে চৌধুরানী বাজারে বই কিনতে যায়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করা হয়। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মিলছে না। তিনি আরও বলেন, নিখোঁজের পর ৪ ফেব্রুয়ারি দুপুরে মোবাইল ফোনে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুয়া গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোবাইল ফোনে আমার ভাই শরিফুল ইসলামের কাছে টাকা দাবি করে বলেন, টাকার জন্য তিনি আমার ছেলে শিমুলসহ তার দুই বন্ধুকে অপহরণ করেছেন। একই কথা বললেন নিখোঁজ শামিমের বাবা আবদুল মাজেদ ও অন্তর মিয়ার বাবা নুরু মিয়া। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রদের উদ্ধারে পুলিশ তত্পরতা চালাচ্ছে।

সর্বশেষ খবর