শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিজিবির সঙ্গে গুলিবিনিময়

টেকনাফে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে পাচারকারীদের সঙ্গে গুলিবিনিময়ের পর বিজিবি সদস্যরা ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন। বিজিবি জানায়, জওয়ানরা গতকাল অভিযান চালিয়ে এ ইয়াবা জব্দ করেছেন। এর আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা। এ ছাড়া আরেক অভিযানে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গতকাল ভোরে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে টহল দল নাফ নদের মোহনা বদর মোকামে অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা একটি ইঞ্জিনচালিত নৌকায় ইয়াবার চালান নিয়ে আসার পথে বিজিবি থামার সংকেত দেয়। তখন পাচারকারীরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং মিয়ানমারের দিকে পালাতে থাকে। বিজিবি পাল্টা গুলি চালালে পাচারকারীরা নৌকা ফেলে নদে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া এদিন সকাল সাড়ে ৯টার দিকে দমদমিয়া বিওপি জওয়ানরা জালিয়ার দ্বীপে তল্লাশি চালিয়ে আরও ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর