শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যাত্রীবাহী বাসে হঠাৎ হিযবুত তাহরীর, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আবারও প্রকাশ্যে প্রচারণা চালাতে শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমর্থকরা। এ সময় তারা অনেকটা আতঙ্ক ছড়িয়েই হাজির হন সাধারণের মাঝে। প্রচারণায় সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধেও বিষোদগার করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ঝটিকা প্রচারণাকালে সময় নিয়ন্ত্রণ নামে মিরপুর-মতিঝিল রুটের একটি বাসে ওঠে তিন তরুণ। যাত্রীরা জানান, তারা বাসে ওঠার পর তাদের পাহারা দেওয়ার জন্য আরও কয়েকজন বাসের বাইরে চারপাশে দাঁড়িয়ে ছিল। আর প্রত্যেকের পিঠে একটি করে ব্যাগও ঝুলানো ছিল।  এক যাত্রীর ধারণ করা ভিডিওর মাধ্যমে জানা গেছে, বাসটি ফার্মগেট স্টপেজে থামার পরই তিন তরুণ সেখানে ওঠে। প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তাদের একজন প্রায় ১০ মিনিটের মতো জ্বালাময়ী বক্তব্য দেন। বক্তব্যে নতুন গঠন করা সিইসি, সরকারের এমপি, মন্ত্রী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হয়। সরকারবিরোধী বক্তব্যের পরই খেলাফত শাসন ব্যবস্থার জন্য সাধারণ বাস যাত্রীদের আহ্বান জানানো হয়। এ সময় বাসের সব যাত্রী আতঙ্কিত হয়ে নীরবে তাদের কথা শুনছিলেন। এক যাত্রী বলেন, এই ঘটনায় ভয়ে আমরা কিছু বলিনি। শুধু শুনছিলাম তারা কি বলতে এসেছেন তা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই ঘটনার আমি কিছুই জানি না। প্রতিবেদকের মুখেই প্রথম তিনি জেনেছেন।

সর্বশেষ খবর