শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ময়নামতি নয় বিভাগের নাম কুমিল্লা করার দাবি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নয়, ‘ময়নামতি’ নামে বিভাগ হবে এমন খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছে কুমিল্লা নগরীর মাঠ আর ফেসবুক। ক্ষুব্ধজনদের সাফ কথা, ‘ময়নামতি মানি না, কুমিল্লা বিভাগ চাই।’ কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, এখন থেকে আর কোনো জেলার নামে  বিভাগের নামকরণ হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন শুনে কুমিল্লার সর্বস্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। জেলার মহানগরী থেকে প্রত্যন্ত অঞ্চলে দিনভর আলোচনার বিষয়বস্তু ছিল কেন বিভাগের নাম ময়নামতি হবে। প্রবীণ আইনজীবী আহম্মদ আলী বলেন, আধুনিক সভ্যতার রূপ হলো কুমিল্লা। সমৃদ্ধ কুমিল্লা জেলার ইতিহাস-ঐতিহ্যের শিকড় অনেক গভীরে। কুমিল্লাকে বাদ দিয়ে ময়নামতি নামে বিভাগের নামকরণের যৌক্তিকতা নেই। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ঢাকা বিভাগের নাম ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের নাম চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগের নাম রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগের নাম বরিশাল বিভাগ, সিলেট বিভাগের নাম সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের নাম ময়মনসিংহ বিভাগ হলো। কুমিল্লার নামে বিভাগ না হলে কুমিল্লার ১ কোটি মানুষের প্রতি অবিচার করা হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন বলেন, ময়নামতি নামে বিভাগ হবে বলে যে প্রস্তাব করা হয়েছে তাতে তিনি মর্মাহত। তিনি বলেন, আমরা কুমিল্লাবাসী আলাদা রাজনৈতিক মতাদর্শে, আলাদা ধর্মীয় অনুশাসনে চললেও জেলার বৃহত্তর স্বার্থে সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। কুমিল্লা বিভাগ আমাদেরও প্রাণের দাবি। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চাই, অন্য নামে নয়। বিশিষ্ট চিকিৎসক ডা. ইকবাল আনোয়ার বলেন, ইতিহাস সাক্ষী অতীতে দেশে যত বিভাগ গঠন করা হয়েছে মানে যে জেলার নামে বিভাগ গঠন করা হয়েছে ওই জেলার কোনো বিশেষ নামকে প্রাধান্য দেওয়া হয়নি। যদি প্রাধান্য দেওয়া হতো তাহলে সিলেট বিভাগের নামকরণ হতো শাহজালাল বিভাগ। এমন প্রস্তাব কেন করা হলো আমার বোধগম্য নয়। আমিও কুমিল্লাবাসীর মতো মর্মাহত। দেশের প্রাচীন পত্রিকা ‘আমোদ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক বাকীন রাব্বী বলেন, কুমিল্লাবাসী হিসেবে আমি খুব অপমানবোধ করব, যদি কুমিল্লা নাম বাদ দিয়ে অন্য নামে বিভাগ ঘোষণা করা হয়। নারী নেত্রী ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক পাপড়ি বসু বলেন, আর কতভাবে কুমিল্লাকে বঞ্চিত করা হবে। যখন শুনলাম ময়নামতি হিসেবে বিভাগের নামকরণ হবে তখন মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়ল।

ফেসবুকে যত ক্ষোভ : ফেসবুকের কিছু স্ট্যাটাস এখানে তুলে ধরা হলো। জহিরুল ইসলাম রিন্টু নামে একজন লিখেছেন, ‘কুমিল্লা বিভাগকে কুমিল্লা ছাড়া অন্য কোনো নামে মানি না। ময়নামতি বা গোমতী, লালমাই নামে আবার কী বিভাগ হবে। আমাদের প্রাণের শহর কুমিল্লা নামেই হবে। কুমিল্লাবাসী কি নিশ্চুপ?’ সালেহ আহমেদ লিখেছেন, ‘কুমিল্লার নাম নিয়া পলিটিক্স কইরেন্না!!! এটা আমরা কখনই হতে দিব না। পারলে আপনার বাড়িব নাম ময়নামতি ভিলা রাখেন।’ শাহিন রবি নামে আরেকজন লিখেছেন, ‘পরিবর্তন করতে হলে খন্দকার মোশতাকের দাউদকান্দি, কর্নেল রশিদের চান্দিনার নাম পরিবর্তন করা যায়, কিন্তু কুমিল্লার নাম পরিবর্তন করে ময়নামতি রাখা যায় না।’

সাইফ ফিলানথ্রপিক বাবু নামে একজন লিখেন, ‘এই কুমিল্লা একসময় বাংলার রাজধানী হবে... আর এই কুমিল্লাকে নিয়ে এত ষড়যন্ত্র আর মন্ত্রণা...!! কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে গেলেন বাইরে, আন্তর্জাতিক স্টেডিয়ামও বাইরে করার ভাবনা আপনাদের, এয়ারপোর্টটাকে তু কানা বানাই রাখছেন, সিটি বানালেন পুরা সদর দক্ষিণটাকে, যেখানে ভিক্টোরিয়া কলেজও সিটির বাইরে, সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনটাও জন্ম থেকে সোনার চামচ মুখে দেওয়া একজনকে বসাই দেয়া হলো... আর এখন প্রাণপ্রিয় কুমিল্লা নামটাকেই বদলে দেয়ার চিন্তা!!’

তৈয়বুর রহমান সোহেল লিখেছেন, মনে হচ্ছে কুমিল্লাকে বিভাগ করার প্রক্রিয়াকে মন্থর করে দেওয়ার দুর্বল ষড়যন্ত্র করা হচ্ছে।

তোফায়েল আহমেদ তানিম নামে একটি আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়— ‘বিভাগ নিয়া চুদুর বুদুর বন্ধ করেন।’

সূচনা তাহসিন তার স্ট্যাটাসে লিখেন ‘কুমিল্লা বিভাগ’ কুমিল্লার নামেই হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর